স্টাফ রিপোর্টার : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে হাওর অঞ্চলের দুর্গত মানুষের সহায়তায় শহরের অলি-গলি ও কলেজ-ভার্সিটিসহ বিভিন্ন মাদরাসায় ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ত্রাণ সংগ্রহ করছে।
গতকাল ২৯ এপ্রিল’১৭ শনিবার ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ সোহেল আহমদ, সাধারণ সম্পাদক মু. আবু তাহের মিছবাহ, মহানগর সভাপতি মু. শিহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক মু. মনির উদ্দিন যৌথ বিবৃতিতে বলেন, হাওর অঞ্চলের প্রায় ৩ লক্ষ মানুষের অর্থের উৎস কৃষির উপর নির্ভরশীল। বন্যায় হাওর অঞ্চলের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় এবং গবাদি পশুর বিপুল ক্ষয়ক্ষতি হওয়ায় এ অঞ্চলের মানুষ পথে বসতে বসেছে। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। নেতৃবৃন্দ মানবতার খাতিরে সমাজের বিত্তবানদেরকে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।
Leave a Reply