স্টাফ রিপোর্টার : দিনাজপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার অফিস উদ্বোধন করেছেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী সৈয়দ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর শহরের নিমতলা এলাকায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে জেলা শাখার অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। এ সময় সংগঠনের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল বাসেত, সেক্রেটারী মুফতি মাওলানা মো. খায়রুজ্জামান, জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মো. জামাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মাওলানা মো. সিরাজুল ইসলাম, যুব আন্দোলন জেলা শাখার আহবায়ক ওমর ফারুক, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মুনতাসির, মুজাহিদ কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলমসহ অন্যান্য নেতাকর্মী উস্থিত ছিলেন।
পরে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা মুজাহিদ কমিটি আয়োজিত এক বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর চরমোনাইর পীর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম কাসেমী। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মো. মতিউর রহমান কাসেমীসহ স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
Leave a Reply