দেশ দুর্নীতিমুক্ত হলে উন্নতির দিক থেকে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত আরো অনেক আগেই-এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশ্বে মালয়েশিয়া ও সিঙ্গাপুর এখন অন্যতম উন্নতশীল দেশ। আমাদের দেশও উন্নতি ও অগ্রগতির দিক থেকে আরো বহু আগেই উক্ত দেশগুলো ছাড়িয়ে যেতে পারতো। কিন্তু সন্ত্রাস ও দুর্নীতিতে আকুন্ঠ নিমুজ্জিত রাজনৈতিক নেতা ও দায়িত্বশীদের কারণে গুটিকয়েক নেতানেত্রীর পাহাড়সম সম্পদ ঠিকই অর্জিত হয়েছে। তাদের সম্পদ জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দারিদ্রসীমার নীচে অধিকাংশ মানুষ। দুর্নীতি লোভনীয় ও শুভনীয় এই আকর্ষণে ক্ষমতা চাই যে কোনোভাবে এই নীতিতে দেশের রাজনৈতিক দলগুলো আজ দিশেহারা বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতি যারা করে তাদের কোনো রাজনীতি করার অধিকার নেই। দুর্নীতিবাজরা দেশ ও মানবতার শত্রু। তাদের রাজনৈতিকভাবে বয়কট করতে হবে।
পীর সাহেব চরমোনাই বলেন, বর্তমান রাষ্ট্রপতিও স্পীকার থাকাকালীন সময়ে বলেছিলেন, ‘বাংলাদেশে যত দুর্নীতি হয় সেই টাকা দিয়ে একটি করে পদ্মাসেতু করা সম্ভব।’ রাষ্ট্রপতির বক্তব্য আর পত্রিকায় প্রকাশিত দুর্নীতির ধারাবাহিক ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর মন্ত্রী-এমপি, দায়িত্বশীল, নেতাকর্মীর সম্পদের হিসাব-তাঁর বক্তব্যকে আরো শাণিত করেছে।
তিনি বলেন, দুর্নীতি প্রমাণিত হলে ঐসকল দলগুলোকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনে দুর্নীতি তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। এমতাবস্থায় দুর্নীতিগ্রস্ত দলগুলোকে প্রত্যাখান করা সকল বিবেকবান মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হয়ে পড়েছে।
Leave a Reply