আব্দুল মতিন, ফেনী জেলা প্রতিনিধি: গত ১৭, ১৮ ও ১৯ জানুয়ারী’২১ ইং বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলার উদ্যোগে ফেনীর মহিপাল সরকারী কলেজ মাঠে ৩ দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে মুল্যবান নসিহত পেশ করেন আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। প্রধান অতিথি তার আলোচনায় তিনি বলেন, মানুষ ধর্মীয় অনুশাসন পালন না করার কারনে যিনা, ভ্যাবিচার, খুন গুম সহ যাবতীয় অন্যায় অবিচার বেড়েই চলছে। অতএব আমাদেরকে সর্বক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।
৩দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, দারুল উলুম আল-হোসাইনিয়া ওলামাবাজারের মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদিব, পীর সাহেব চরমোনাই এর সাহেবজাদা মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়র, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, আল্লামা মিজানুর রহমান সাইদ, ড. আ ফ ম খালিদ হোসেন, মুফতি হাবিবুর রহমান মিছবাহ, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, মুফতি শহিদুল্লাহ, মুফতি আহমদুল্লাহ কাসেমী, মুফতি হেদায়েতুল্লাহ আজাদী ঢাকা, মাওলানা আব্দুল হালিম ওলামা বাজার, মুফতি ইলিয়াস বিন নাজিম ফেনী, মাওলানা নুরুল করীম বেলালী, মাওলানা কাজী গোলাম কিবরিয়া ফেনী, মাওলানা আব্দুল মতিন ফুলগাজী, মাওলানা আজিজুল হক প্রমুখ।
লক্ষাধিক মুসল্লির বিশাল এই মাহফিল ১৭ জানুয়ারী বাদ জোহর শুরু হয়ে ২০ জানুয়ারী বাদ ফজর পীর সাহেব চরমোনাই এর আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। মুনাজাতে বাংলাদেশ সহ বিশ্ব মুসলমানদের কল্যান কামনা করা হয়।
মাহফিলকে ব্যাপক উপস্থিতির মাধ্যমে সফল করায় সর্বস্তরের তাওহিদি জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক
প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, সদস্য সচিব আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঞা ও ফেনী জেলা সদর মুফতি আব্দুর রহমান গিলমান।
আগামীতেও এই মাহফিলকে সফল করার জন্য ফেনীবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।
Leave a Reply