IAB News | Islami Andolan Bangladesh News ধর্মীয় পোষাকের বিরুদ্ধে অবস্থান উসকানীমূলক ও বিদ্বেষপ্রসূত - IAB NEWS

| |

ধর্মীয় পোষাকের বিরুদ্ধে অবস্থান উসকানীমূলক ও বিদ্বেষপ্রসূত

প্রকাশিতঃ 12:20 pm | February 20, 2020

 

বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষিকা কর্তৃক ছাত্রীর ওড়না খুলে ফেলা এবং ওড়না ও বোরকার বিরুদ্ধে হুমকি প্রদানকে উসকানীমূলক ও ইসলাম বিদ্বেষী তৎপরতা বলে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর বিভিন্ন শাখায় বরাবরই ড্রেস কোডের নামে ইসলামী পোষাককে টার্গেট করা হচ্ছে। তাদের এ আচরণ উসকানীমূলক ও বিদ্বেষপ্রসূত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ড্রেস কোড থাকবে স্বাভাবিক। তবে ড্রেস কোডের নামে জনগণের লালিত বোধ-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী কোন সিদ্ধান্ত ও চাপিয়ে দেয়ার এখতিয়ার করো নেই। তাদেরকে অনতিবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।

তিনি আজ ঢাকা মহানগর উত্তরের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন। এতে মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।