আরিফুল ইসলাম, নোয়াখালী দক্ষিণ প্রতিনিধি: আজ রবিবার (২১ ফেব্রুয়ারি ২০২১খ্রি.) নকীব পাঠক ফোরাম নোয়াখালী জেলা দক্ষিণের পরিচালক মুহাম্মাদ শাহাদাত হুসাইনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মুহাম্মাদ বেলাল হুসাইনের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অংশগ্রহণে সাহিত্য আসর ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও সামাজিক সংগঠন লাইফ ফাউন্ডেশনের পরিচালক ডা. আল আমিন সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মাদ দিদার হুসাইন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছড়াকার মুহাম্মাদ আশিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নকীব পরিবারের সদস্যবৃন্দ।
Leave a Reply