বিএম মাহদী হাসান, নরসিংদী (জেলা) সংবাদদাতাঃ রবিবার (১০ ডিসেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখা উদ্যোগে স্কুল ও কলেজ শাখার সকল দায়িত্বশীলদের নিয়ে স্কুল ও কলেজ প্রতিনিধি সম্মেলন-১৭ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি এইচ এম জয়নুল আবেদীন ভূইয়া’র সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক শেখ মুহাম্মাদ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) দাঃ বাঃ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মাদ ওমর ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা আলহাজ্ব আশরাফ উদ্দীন ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক শুরা সদস্য ও নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি জননেতা রাকিবুল হাসান, ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সাবেক সফল সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার ছাত্র ও যুব বিষঃ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় উপ সম্পাদক যুব নেতা মাওলানা আরিফ বিন মেহেরউদ্দীন।
সম্মেলনে আরো আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মোবারক হোসাইন, দফতর সম্পাদক বি এম মাহ্দী আল হাসান, কওমী মাদ্রাসা বিষঃ সম্পাদক মুহাম্মাদ রফিকুল ইসলাম (আবু তালেব), ছাত্র কল্যাণ সম্পাদক কাজী মোস্তফা কামাল, সাহিত্য ও সংস্কৃতি বিষঃ সম্পাদক শেখ সাদী মাহমুদসহ থানা ও প্রতিষ্ঠান শাখার প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply