বিএম মাহদী হাসান, নরসিংদী (জেলা) সংবাদদাতাঃ গতকাল বুধবার (১৬ আগষ্ট) নরসিংদী জেলা পরিষদের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আ.ন.ম ফয়জুল হক-কে বিদায়ী সংবর্ধনা জানান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ।
জানা যায় অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব আট (৮) মাস নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছেন। অতপর ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময়ে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমার মনে হয় পৃথিবীতে সুস্থ ধারার রাজনীতিতে আদর্শ ছাত্র সংগঠন থাকলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আছে। দেশে যদি কোন পরিবর্তন আসে তাহলে তাদের দ্বারাই হবে। তিনি সুস্থ ধারার রাজনীতিতে অংশগ্রহণ করায় সকল দায়িত্বশীলদেরকে আন্তরিক অভিনন্দন জানান।
উক্ত বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি এইচ এম জয়নুল আবেদিন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মাদ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম মোবারক হোসেন, দফতর সম্পাদক বিএম মাহদী আল হাসান, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক এম. এম রফিকুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক কাজী মোস্তফা কামাল, মাধবদী থানা শাখার সহ-সভাপতি এমদাদুল হক সোহেল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply