খুলনা সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা সভাপতি ও ইসলামী আইনজীবী পরিষদদের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নাটোর বারের সহ সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান (আমেল খান) কে মিথ্যা মামলায় গ্রেফতার করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও কেসিসি মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওঃ মুজ্জাম্মিল হক ও নগর সেক্রেটারী মুফতি আমান উল্লাহ।
আরও বিবৃতি দিয়েছেন নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসেন, শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন সেক্রেটারী মাওঃ ইমরান হুসাইন, সাবেক সেক্রেটারী মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ৩১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জি,এম সজিব মোল্লা, সহ সংগঠনিক সম্পাদক মোঃ আবু গালীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার সম্পাদক ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুর রশিদ, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ আব্বাস আমিন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জি,এম কিবরিয়া, মোঃ জসিম উদ্দিন, ডা. কে,এম আল আমিন এহসান, মুফতী আব্দুর রহমান, মাওঃ দ্বীন ইসলাম, মাওঃ সিরাজুল ইসলাম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব আবু তাহের, মোঃ হযরত আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গাজী মিজানুর রহমান।
বিবৃতের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি নাটোর শহরে মেলার নামে জুয়ার আসর বসিয়ে আসছে স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি। এ্যাডভোকেট আমেল খান স্থানীয় সচেতন জনগনকে নিয়ে জুয়া ও মাদকের বিরুদ্ধে স্বারকলিপি পেশ ও মানবন্ধন করেন। সর্বশেষ মেলার আয়োজকদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে অভিযোগের সত্যতা এলে আসামিদের বিরুদ্ধে সমনের নির্দেশ দেয় আদালত। এতে ক্ষিপ্ত হয়ে স্বার্থন্বেষী মহল স্থানীয় এমপির সহযোগীতায় তার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে তাকে হয়রানির পথ বেছে নিয়েছে। নেতৃবৃন্দ এহেন গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং নিঃশর্ত মুক্তির দাবী জানান।
Leave a Reply