নোয়াখালী থেকে আবদুল ওয়াহাবঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলাধীন ছাতারপাইয়া সাংগঠনিক থানার ৫নং অম্বরনগর ইউনিয়নে গতকাল ৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার “ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মাওলানা মুহিউদ্দীন ইউছুফ এর সভাপতিত্বে ও মাওলানা কামাল উদ্দীনের পরিচালনায় শান্তিরহাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী অান্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সম্মানিত উপদেষ্টা, বর্ষীয়ান আলেমে দীন হযরত মাওলানা জয়নুল অাবেদীন দাঃবাঃ।
ঈদ পুনর্মিলনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী অান্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান।
বিশেষ মেহমান ছিলেন ইশা ছাত্র অান্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ সাখাওয়াত উল্লাহ, ইসলামী আন্দোলনের নোয়াখালী জেলা সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা অাতিক উল্লাহ অল মামুন, ইসলামী আন্দোলন ছাতারপাইয়া সাংগঠনিক থানা সভাপতি মাওলানা অাবু বকর সিদ্দীক, ইশা ছাত্র অান্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ইশা ছাত্র আন্দোলন অম্বরনগর ইউনিয়নের উদ্যোগে সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালীর অায়োজন করা হয়।
Leave a Reply