ইউসুফ পিয়াস, নোয়াখালী দক্ষিণ সংবাদদাতাঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসলামী অান্দোলন বাংলাদেশ এর বিশাল তারবিয়াত ও শবগুজারী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বুধবার) উপজেলা সভাপতি এইচ এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা অাতিক উল্লাহ অাল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে তারবিয়াত প্রদান করেন বাংলাদেশ কুরঅান শিক্ষা বোর্ডের মহাসচিব, ইসলামী অান্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব অাল্লামা নূরুল হুদা ফয়েজী দা. বা.।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র অান্দোলন সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী অান্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওঃ শেখ ফজলে বারী মাসউদ, সোদিঅারব কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফেনীর কৃতি সন্তান হযরত মাও. শাইখ মুফতী মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাও. ওমর ফারুক, নোয়াখালী জেলা সভাপতি হাফেজ মাও. নজীর অাহমাদ, সেক্রেটারি মাও. মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী মোহাম্মাদ উল্লাহ জসিম, যুব অান্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মুদ্দাচ্ছির হোসাইনপ্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বামুক, ইসলামী অান্দোলন, যুব ও ছাত্র অান্দোলনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মুফতী হাফিজুল্লাহ সাহেব।
Leave a Reply