ইউসুফ পিয়াস, নোয়াখালী দক্ষিণ সংবাদদাতা : আজ শুক্রবার (৬ অক্টোবর’১৭ইং) সকাল ৯টা থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের আওতাধীন হাতিয়া উপজেলা (উত্তর) শাখার উদ্যোগে থানা কমিটি পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাহমুদুল হাসান মিল্লাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ শাখার স্কুল বিষয়ক সম্পাদক মু. আবদুর রহমান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াখালী শহর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আবদুর রহমান, হাতিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মু. আবুজার গিফারি ও থানা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সভায় থানা কমিটির আহ্বায়ক তামজীদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব হিসেবে রকিবুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও সভায় হাতিয়া বাজার হাই স্কুলের ২০১৭ সেশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply