হাসান মাহমুদ, ফেনী সংবাদদাতা : গতকাল ১৮ই রমজান বুধবার বিকাল ৩টায় শেখ কামাল মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পরশুরাম উপজেলা শাখার উদ্যোগে “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক অালোচনা সভা/ইফতার মাহফিল ও উপজেলা সম্মেলন এইচ.এম. শাহ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি কাজী গোলাম কিবরিয়া সিরাজী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলা সহ-সভাপতি মুহাম্মাদ সাঈদুল হক সিরাজী।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী আবদুর রহমান গিলমান, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন মজুমদার, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম হেলাল প্রমুখ।
প্রধান বক্তা তার আলোচনা শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পরশুরাম উপজেলার বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৭/১৮ শেসনের জন্য মুহাম্মাদ আনোয়ার হুসাইনকে সভাপতি, হাফেজ মুহাম্মাদ শাহ আলমকে সহ-সভাপতি ও মুহাম্মাদ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।
Leave a Reply