পাকুন্দিয়া থেকে নূরুল জান্নাত মান্না : গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর’১৭) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউ.পি শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০টায় ইউনিয়ন সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রিয়াদ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি ছাত্রনেতা জোবায়ের আহমদ। প্রধান বক্তা ছিলেন পাকুন্দিয়া উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সাকিবুল হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শ সমাজ বির্নিমানে সর্বস্তরের ছাত্রজনতাকে নিয়ে কুরআন সুন্নাহর আলোকে কাজ করতে হবে। বর্তমানে অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে কুরআন-ই শাসনব্যবস্থাই একমাত্র পন্থা। তিনি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইশা ছাত্র আন্দোলনের দূর্গ গড়ে তুলা সহ ছাত্র সমাজকে সমস্ত অন্যায়, অনাচার ও বাতিলের বিরুদ্ধে বলিয়ান হওয়ার আহবান জানান। এবং যে কোন বাধা প্রতিকূলতার মোকাবেলার জন্য ইশা ছাত্র আন্দোলনের সকল সদস্য, কর্মিদেরকে প্রস্তুত থাকতে বলেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ হেলাল উদ্দিন, সমাজ সেবক নূরুল ইসলাম, ইসলামী আন্দোলন নেতা আল আমিন, উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মোঃ সাখাওয়াত উল্লাহ প্রমুখ।
সম্মেলন শেষে রিয়াদ আহমদকে সভাপতি, আঃ হাকিমকে সহ সভাপতি, সায়্যিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, রাকিব মিয়াকে সাংগঠনিক সম্পাদক, রাকিবুল হাসানকে প্রশিক্ষণ সম্পাদক, মোঃ হাবিবুল্লাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফয়সাল আহমদকে অর্থ সম্পাদক, আবু বকরকে ছাত্র কল্যাণ সম্পাদক ও জাকির হোসেনকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করে ২০১৭-১৮ সনের জন্য ইশা ছাত্র আন্দোলন’র চন্ডিপাশা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
Leave a Reply