নূরুল জান্নাত মান্নাঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সার্বিক তত্ত্বাবধানে পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে বাজারস্থ দলীয় কার্যালয়ে সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সভাপতি সাকিবুল হাসানের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ’র সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমেদ। উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা জোবায়ের আহমদ, পাকুন্দিয়া উপজেলা সহ-সভাপতি সিদ্দিক হুসাইন, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ নূরুল জান্নাত মান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নোমান আহমেদ বলেন, ‘উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আদর্শবান ও আত্মত্যাগী নেতৃত্বের বিকল্প নেই। ইশা ছাত্র আন্দোলন আদর্শ ও যোগ্য নেতৃত্ব তৈরীর লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।’
Leave a Reply