তৈয়বুর রহমান, গাজীপুর (জেলা) সংবাদদাতা : পাঠ্যসূচিতে ইসলাম ও দেশবিরোধী বিষয় পুনঃসংযোজনের ষড়যন্ত্রের প্রতিবাদে ১৪ জুলাই (শুক্রবার) ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর শাখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে গতকাল বাদ জুম’আ চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ঈদগাহ ময়দানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
জেলা সভাপতি মুহাম্মাদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম।
Leave a Reply