পারভেজ হোসাইন, লক্ষ্মীপুর (জেলা) সংবাদদাতা :
আজ ১৪ই জুলাই (শুক্রবার) বাদ জুমা ইশা ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মু. মাহমুদুল হাসানের নেতৃত্বে লক্ষ্মীপুর মারকাজ মসজিদের সামনে থেকে পাঠ্যবই পর্যালোচনায় গঠিত বিতর্কিত কমিটি বাতিলের দাবি ও হিন্দুত্ববাদী সিলেবাস পূনর্বহালের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা। মিছিলটি মার্কাজ মসজিদ থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনি চত্ত্বরে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মু. নোমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য মু. সাখাওয়াত হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার পাঠ্যসূচি পর্যালোচনার জন্য আবারও বিতর্কিদের দায়িত্ব দেয়া হয়েছে যা আমাদের জন্য সুখকর নয়। যদি আবারও পাঠ্যসূচির উপর কলম ধরা হয় তাহলে সারাদেশে আন্দোলনের দাবালন জ্বলে উঠবে, প্রয়োজনে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে দেশ অচল করে দেয়া হবে।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্ররা যা চায় সরকারকে অবশ্যই তা দিতে হবে। অতএব আমরা চাই ইসলামী শিক্ষানীতি সুতরাং ইসলামী শিক্ষানীতিই বাস্তবায়ন করতে হবে। জাতি বিধ্বংসী অন্য কোন শিক্ষানীতি মেনে নেয়া হবে না।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মু. ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক মু. নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মু. রাশেদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মু. মাঈনউদ্দিন চিশতী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মু. ফারবেজ হোসাইন, দফতর সম্পাদক মু. ইসমাঈল হোসাইন প্রমুখ জেলা নেতৃবৃন্দ।
Leave a Reply