আইএবি নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এক বিবৃতিতে চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের প্রতি শোক ও ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আল্লাহ তায়ালা বালা মুসিবতের মাধ্যমে বান্দার ঈমানের পরীক্ষা নেন। যাদের উপর বিপদ আসে এটা যেমন তাদের পরীক্ষা তেমনি অন্যদের জন্য পরীক্ষা হলো তাদের সহযোগিতার সুযোগ থাকার পরও সহযোগিতা করলো কিনা? সুতরাং আমাদের দায়িত্ব হলো ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো।’
তিনি বলেন, সরকারকে অবশ্যই ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং পাহাড় রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষমতাসীনদের অন্যায়ভাবে পাহাড় কাটার ফলেই বার বার ভয়াবহ পাহাড় ধস হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্থ মানুষের যথাসম্ভব সহযোগিতা করার আহবান জানান পীর সাহেব চরমোনাই।
Leave a Reply