বি.এম মাহদী হাসান, নরসিংদী (জেলা) সংবাদদাতাঃ নায়েবে আমীরুল মুজাহিদীন শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (পীরে কামেল চরমোনাই)-এর সফর সূচির অংশ হিসেবে আগামী (৬ জানুয়ারি’১৮ ইং) শনিবার নরসিংদীতে আগমন করবেন বলে নিশ্চিত করেছেন বামুক সদর মুফতি ফরিদ উদ্দীন ও সেক্রেটারি আলহাজ্ব ওয়াহাব মোল্লা।
নরসিংদী হযরত পীরে কামেল চরমোনাই এর শুভাগমন উপলক্ষে একটি প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে।
প্রোগ্রামটি নরসিংদী নবাব বাড়ী রেইছা আজীজিয়া কারীমিয়া কওমীয়া মাদ্রাসার আয়োজনে নরসিংদী মডেল থানা সংলগ্ন কামাল উদ্দীন পৌর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির আখেরী বয়ান পেশ করবেন।
প্রোগ্রাম কেন্দ্র করে উক্ত মাদ্রাসার আসাতেযায়ে কেরামগণ ব্যপক প্রচারণা চালাচ্ছেন ও বিভিন্ন স্থানে পোষ্টার, লিফলেট ও স্থানীয় উলামায়ে কেরামদের কাছে দাওয়াত পৌছানো সহ যাবতীয় কাজ করে যাচ্ছেন।
উক্ত মাহফিলে আরো দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন।
Leave a Reply