স্টাফ রিপোর্টার : মূর্তি ইস্যুতে বাম ও সেক্যুলারদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) সকাল ১১টায় টাউনহল থেকে বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা থাকলেও পুলিশ টাউনহলে নেতাকর্মীদের জড়ো হতে বাধা দেয়। পরে পুলিশী বাধা উপেক্ষা করেই বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। কিছুদূর এগুতেই পুলিশের শক্ত বাধার মুখে দু’য়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিক্ষোভে মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মগানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ শামীম রাঢ়ী, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল জেলা সভাপতি কে.এম শরীয়াতুল্লাহ, মহানগর সভাপতি আরিফ শাহরিয়ার, জেলা সহ-সভাপতি নূরুল করীম মহিউদ্দিন, মহানগর সহ-সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন প্রমূখ।
Leave a Reply