এ.আর. পারভেজ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট’১৮ইং) বেলা ১২টা থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হোসাইন এর সভাপতিত্বে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর শহরে আদর্শ সামাদ স্কুলের সামনে ছাত্র ও জনসাধারণের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বৃক্ষ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এ কে এম আব্দুজ্জাহের আরেফী।
উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল হোসাইন সিরাজী, প্রচার ও প্রকাশনা বি. সম্পাদক মুহাম্মদ ফারবেজ হোসাইন,বঅর্থ সম্পাদক মুহাম্মদ মোফাচ্ছেল খান, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মদ তানভীর হোসাইন সহ জেলা, থানা ও শহর নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২৩ই আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা লাভ করে। ২৩ই আগস্ট ২০১৮ সংগঠনটির ২৭ বছর পূর্ণ হয়। ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ ও র্যালী, বৃক্ষ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি কর্মসূচী গ্রহণ করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা।
Leave a Reply