স্টাফ রিপোর্টার : দাওয়াতি পক্ষের ধারাবাহিক তৎপরতায় আজ (বুধবার) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অন্তর্গত পান্দে আলী উচ্চ বিদ্যালয় ও শাহ ফতেহ উল্লাহ দাখিল মাদরাসায় ইশা ছাত্র আন্দোলনের দাওয়াতি সভা ও সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ হাসান এর নেতৃত্বে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দাওয়াতি সভায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যায়। থানার দায়িত্বশীলগণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছাত্র আন্দোলনের পরিচিতিপত্র ও স্টীকার বিলি করেন। এসময় প্রচুর শিক্ষার্থী ইশা ছাত্র আন্দোলনের সদস্য ফরম পূরণ করে। দাওয়াতি সভায় কতিপয় স্থানীয় ব্যাক্তিবর্গ বাধা প্রদান করলে ছাত্র আন্দোলনের দায়িত্বশীলগণ তাদের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করেন। তাদেরকে ছাত্র আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্বন্ধে সম্যক ধারণা প্রদান করলে তারাও আমাদের কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেন।
দাওয়াতি সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শাখার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, সহ সভাপতি আব্দুল হান্নান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জোবায়ের আহসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন আল আজাদ।
Leave a Reply