ফেনী থেকে আব্দুল আজীজ : আজ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকাল ৩টা থেকে একাডেমী রোডস্থ আইএবি জেলা কার্যালয়ে আগামী ৮ সেপ্টেম্বর ফেনীতে ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে মূফতী ইউছুফ কাসেমী দা.বা. এর সভাপতিত্বে এবং মাওলানা আবদুর রাজ্জাক সাহেবের পরিচালনায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন মুফতী ইউছুফ কাসেমী, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা দিদারুল আলম রসুলাবাদী, মাওলানা তৈয়ব সুলতানী, মাওলানা মহিউদ্দিন ইউছুফ, মূফতী মু. আবদুর রহমান গিলমান, মূফতী সালাহ উদ্দিন আইয়ুবী, মাওলানা ইমরান, মাওলানা আবদুল্লাহ, মুফতী বোরহান, মাওলানা আবদুল আজীজ ফেনবী প্রমুখ।
উক্ত পরামর্শ সভায় আগামী আগামী ৮ সেপ্টেম্বরের ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন
সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্যঃ আসন্ন ওলামা মাশায়েখ সম্মেলনে নায়েবে আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতী ফয়জুল করীম দা.বা. সহ প্রখ্যাত উলামায়ে কেরামগণ তাশরীফ আনবেন।
Leave a Reply