আইএবি নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব (চরমোনাই) বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানি তলিয়ে গেছে। সেইসাথে আশরাফুল মাখলুক বনি আদম বন্যার কবল থেকে বাঁচার জন্য রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে। বানভাসী মানুষ বাঁচার জন্য আশ্রয় খুঁজছে। তাদের পাশে যেন দাড়াবার কেউ নেই। সরকারের পক্ষ থেকে যেভাবে ত্রাণ ও সাহায্য বিতরণের খবর প্রচার করা হচ্ছে বাস্তবে তার চিত্র ভিন্ন। বানভাসী মানুষ একটু আশ্রয় ও খাবারের জন্য আর্তনাদ করছে।
মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, জলে ও স্থলে যা কিছু ঘটছে তা মানুষের কৃতকর্মের ফল। তিনি বলেন, অতি বৃষ্টি, অতিখরা এসবই আল্লাহর পক্ষ থেকে আজাব-গজব। আমাদের গুনাহের কারণেই আজ এই আজাব। তাই গুনাহমুক্ত জীবন যাপনের পাশাপাশি রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করা জরুরী।
পীর সাহেব চরমোনাই বন্যায় দুর্গতদের পাশে সরকারের পাশাপাশি সংগঠনের নেতাকর্মী, বিত্তবান ব্যক্তিবর্গ, বিভিন্ন সাহায্য সংস্থাকে দাঁড়ানোর আহ্বান জানান।
Leave a Reply