রিয়াদ হাসান, বরিশাল প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২৩ নভেম্বর’১৭) বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব মিলনায়তনে বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে শায়খ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই) রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পীর সাহেব চরমোনাই রহ. এর সুযোগ্য সাহেবজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মোহাম্মদ নুরুল করীম। অনুৃষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।
অন্যান্য আলোচকবৃন্দের মধ্যে বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, দারুল আবরার কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মুফতি রফিকুল ইসলাম, বরিশাল রওজাতুল জান্নাত কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা গাজী মুহাম্মাদ জাফর ইমাম, বরিশাল খাজা মঈনদ্দীন মাদরাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, বরিশাল জামে বায়তুল মুকাররম মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা জাকারিয়া হামিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা আবু আব্দুল্লাহ্ মাহমূদী, ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ নাসির উদ্দীন নাইস, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হাসান, ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি কে. এম শরীয়াতুল্লাহ্ প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রধান অতিথি শায়েখ রহ. এর পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply