স্টাফ রিপোর্টার : ইসলামী বিপ্লবের উর্বর ভূমি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ১-২-৫ নং ওয়ার্ড বাংলাবাজার শাখায় গতকাল ২ জুলাই রোজ রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২০১৭ সেশনের কমিটি গঠিত হয়েছে।
মুহাম্মদ আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের বরিশাল-৬ (বাকেরগঞ্জ উপজেলা) সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাসির উদ্দিন রোকন।
বিশেষ অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন বাকেরগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম হুসাইন,
ফায়ার বিগ্রেডের সাবেক সিনিয়র অফিসার মুহাম্মাদ রুস্তম আলী জমাদার, ইসলামী শ্রমিক আন্দোলন নিয়ামতি ইউনিয়নের সহ-সভাপতি ও নিয়ামতির ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা হযরত আলী সহ নিয়ামতি ইউনিয়নের ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি ও ইশা ছাত্র আন্দোলনের দায়িত্বশীলবৃন্দ ও নবাগত অনুসন্ধিৎসু ছাত্র সমাজ।
উল্লেখ্যঃ ২০০৮ সালে এইচ এম আবুল খায়েরের নেতৃত্বে
বাংলাবাজার শাখার প্রথম কমিটি গঠিত হয়।
কমিটি গঠন সভায় ইউনিয়ন সভাপতি আবদুস সবুর বলেন, আমাদদেরকে দ্বীনের কাজের জন্য প্রতিযোগিতা করতে হবে এবং সকল ইউনিয়নের চেয়ে নিয়ামতি ইউনিয়নে বেশি দ্বীনের কাজ বেশি থাকতে হবে। ছাত্র ভাইদের কর্ণকুহরে এই বিপ্লবী সংগঠনের দাওয়াত ইতিবাচক পর্যায়ে পৌছিয়ে দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইশা ছাত্র আন্দোলনের ঘাঁটি তৈরি করতে হবে। সকল বাতেল সংগঠনের কালো থাবা থেকে কোমলমতি ছাত্র ভাইদের রক্ষা করতে হবে।
আর এটি আমাদের সকলের দায়িত্ব।
প্রধান অতিথি বলেন, আমরা ইসলামী আন্দোলন করি একমাত্র মাওলাকে রাজি খুশির জন্য। তোমরা ছাত্র আন্দোলন করবে, সেটাও একমাত্র মাওলাকে রাজি খুশির জন্য। তোমরা আজ ছাত্র আন্দোলনে ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছ, সামনে ইউনিয়ন, থানা, জেলা এমনকি কেন্দ্রীয় দায়িত্বশীল হয়ে একদিন তোমরাই সারা বাংলাদেশেকে নেতৃত্ব দিবে। তোমরাই সংসদ পরিচালনা করবে। তাই সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি তোমাদের লেখা পড়ায় ভালোভাবে মনোযোগ দিতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে, আমাদের স্লোগান “সাহাবাদের অনুসরণ, ইশা ছাত্র আন্দোলন”।
সভাশেষে ওয়ার্ড নেতৃবৃন্দের নাম ঘোষণা ও শপথনামা পাঠ করানো হয়। এতে সভাপতি হিসেবে আবদুল জলিল, সহ-সভাপতি হাফেজ মুঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ দ্বীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মাদ আবু ইউসুফকে মনোনিত করা হয়।
Leave a Reply