স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার (১৬ নভেম্বর’১৭ইং) থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার ব্যবস্থাপনায় শুরু হলো দু’দিন ব্যাপী কর্মী তারবিয়াত। কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে শেষ হল তারবিয়াতের প্রথম দিন। দু’দিন ব্যাপী চলমান কর্মী তারবিয়াতে প্রধান অতিথি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ।
শাখা সভাপতি মুহাম্মদ আল আমীন-এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মী তারবিয়াতে আলোচকবৃন্দ ইশা ছাত্র আন্দোলনের কর্মীদের সংগঠনের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। ইশা ছাত্র আন্দোলনের সার্বিক তৎপরতা বিশ্লেষণ পূর্বক এই সংগঠনের হাত ধরেই ইসলামী বিপ্লবের মহান স্বপ্ন বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরেন কর্মীদের সমীপে। নেতৃবৃন্দ বলেন,মতবাদ মহান হওয়াই কেবল সাফল্যের পূর্বশর্ত নয়,বরং উপযুক্ত কর্মীবাহিনী ও সুযোগ্য নেতৃত্বও এখানে আবশ্যক।
উপকূলীয় জেলা বাগেরহাট কর্তৃক আয়োজিত কর্মী তারবিয়াতে অন্যান্যের মাঝে আলোচনা রাখেন মুহাম্মাদ আবুবকর, ইসমাইল হোসেন, বিএম মাহবুবসহ জেলা নেতৃবৃন্দ। তারবিয়াতে জেলা নিয়ন্ত্রিত সকল শাখা থেকে কর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply