শফিকুন্নবী বাইজিদ, কুড়িগ্রাম (জেলা) সংবাদদাতাঃ গতকাল ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির রংপুর বিভাগীয় ছদর আলহাজ মুহাম্মাদ জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মাদ আব্দুস সালাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুরনো দিনের ভুলগুলোকে শুধরে নিয়ে নবোদ্যমে কাজ চালিয়ে যেতে হবে। ২য় চরমোনাই হিসেবে কুড়িগ্রামকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।
আলোচনা শেষে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির ছদর আলহাজ মাওলানা গোলাম মোস্তফা দুলাল মিয়া, নায়েবে ছদর মাওলানা আব্দুর রহমান প্রধানী, সেক্রেটারী মুহাম্মাদ মোকছেদুর রহমান মনোনীত হন।
Leave a Reply