আইএবি নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, বিদ্যুৎখাতের দুর্নীতি বন্ধ এবং প্রশাসনিক ব্যয় কমিয়ে বিদ্যুতের দাম দেড় টাকা পর্যন্ত কমানো সম্ভব হলে তা না করে দাম বাড়ানোর পাঁয়তারা কোনোভাবেই মেনে নেয়া হবে না। তিনি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব বাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পূর্বের তুলনায় অনেক কম সে হিসেবে বাংলাদেশে বিদ্যুতের দামও কমানো উচিৎ। কিন্তু বিদ্যুতের দাম বৃদ্ধির জন্যে গণশুনানীর পদক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিদ্যুতের দাম বৃদ্ধির চেষ্টা কোনভাবেই মেনে নেয়া যায় না। বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে জনগণের উপর জুলুম করা হবে। এমনিতেই দেশে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে জনজীবনের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। নতুনভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা অবিলম্বে বন্ধ করতে হবে।
আজ (শনিবার) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ-এর যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত যৌথসভায় বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আব্দুল আউয়াল, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, মুহাম্মদ ফজলুল হক মৃধা, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ, এডভোকেট মাওলানা মুহিববুল্যাহ, মুহাম্মদ আবুল হাসান প্রমুখ।
Leave a Reply