নাজিম উদ্দিন, চট্টগ্রাম (জেলা) প্রতিনিধি : আজ ২০ জুলাই’১৭ (বৃহস্পতিবার) বাদ আছর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর ডবলমুরিং থানা সভাপতি মুহা. মনির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আব্দুল কাদেরের সঞ্চালনায় নগরীর দেওয়ানহাট চত্বরে পাঠ্যবই পর্যালোচনায় বিতর্কিত কমিটি বাতিলের দাবি ও হিন্দুত্ববাদী সিলেবাস পুনর্বহালের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহা. নাজিম উদ্দি। বিশেষ অতিথি ছিলেন বামুক ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক মুহা. শামছুল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবিলম্বে পাঠ্যবই পর্যালোচানায় গঠিত এই বিতর্কিত কমিটি বাতিল ও পাঠ্যবইয় সংস্করণের নামে হিন্দুত্ববাদি সিলেবাস বাস্তবায়নের পরিকল্পনা থেকে শিক্ষামন্ত্রীকে সরে আসতে হবে, অন্যথায় পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে।
এসময় ডবলমুরিং থানার দায়িত্বশীলদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply