মাহমুদুর রহমান, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ আজ শুক্রবার (৩১ আগস্ট’১৮) সকাল ১০ ঘটিকা হতে ইসলামী অান্দোলন বাংলাদেশ বেগমগঞ্জ উপজেলাধীন ৬নং রাজগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি অধ্যক্ষ আজিজুল হক-এর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় স্থানীয় আইএবি মিলনায়তনে “নির্বাচন পরিচালনা কমিটি” গঠন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কমিটি গঠন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বেগমগঞ্জ থানা শাখার সভাপতি মাও. নূরুদ্দীন আমানতপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগমগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা (উত্তর) শাখার কলেজ বিষয়ক সম্পাদক মুহাঃ মনিরুজ্জামান বাবু, ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর মাও. আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন সহ-সভাপতি ডাঃআব্দুল জলিল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ৬নং রাজগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সভাপতি মুহাঃ রাজু আহমাদ, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান সহ প্রমুখ।
প্রোগ্রাম শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে অধ্যক্ষ আজিজুল হককে আহ্বায়ক, মাও. আব্দুর রাজ্জাককে যুগ্ম আহবায়ক এবং ডাঃ আব্দুল জলিলকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply