আব্দুল ওয়াহাব, নোয়াখালী উত্তর সংবাদদাতা : দেশের প্রতিটি ছাত্রের নিকট ইসলামের শাশ্বত আহবান পৌছে দিতে ব্যাপকহারে দাওয়াতি মাসের প্রচারপত্র বিতরণের উদ্যোগ নিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। কেন্দ্র কর্তৃক প্রেরণকৃত লিফলেট বিতরণকল্পে মঙ্গলবার (১০ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে গমন করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।
চৌমুহনী পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় নেতৃত্ব দেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের প্রচার সম্পাদক উসমান গনী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর সাধারণ সম্পাদক শিব্বির আহমাদ, জামিয়া আশরাফিয়া নোয়াখালী-এর সভাপতি ইয়াসিন আরাফাতসহ নেতৃবৃন্দ।
প্রচারপত্র বিতরণকালীন আহবানে সাড়া দিয়ে বেশ কিছু সচেতন ছাত্র সদস্য ফরম পূরণের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে নিজেকে শরীক করেন।
Leave a Reply