আবদুল ওয়াহাব, নোয়াখালী উত্তর প্রতিনিধিঃ দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য সর্বস্তরের ছাত্রদের মাঝে পৌছিয়ে ইসলামী সমাজ গড়ার প্রত্যয়ে অক্টোবর মাসকে গুরুত্বের সাথে নিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১০ অক্টোবর’১৭ ইং) সকাল ৯টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা (উত্তর) শাখাধীন চৌমুহনী পৌর শাখার উদ্যোগে বেগমগঞ্জ সরকারী কারিগরী উচ্চ বিদ্যালয়ে দাওয়াতি সভা, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়।
পৌরনেতা জাবের হোসাইনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত দাওয়াতি সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল ওয়াহাব।
প্রধান অতিথির আলোচনায় জেলা সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সমাজ ব্যবস্থা পতনোন্মুখ। শিক্ষাব্যবস্থায় অস্থিতিশীলতা চলছে। সচেতন ছাত্র সমাজ এমনটা মেনে নিতে পারেনা। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামের সুমহান নীতিকে সামনে রেখে এই পরিস্থিতি উত্তরণে কাজ করে যাচ্ছে। এই কল্যাণকর সংগ্রামে সকল ছাত্রের সহযোগিতা একান্ত প্রয়োজন।
ইশা ছাত্র আন্দোলনের সার্বিক তৎপরতায় গুণমুগ্ধ ছাত্রদের বেশ কয়েকজন এসময় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের সাথে একমত হয়ে সদস্য ফরম পূরণ করে। দাওয়াতি কর্মসূচি বাস্তবায়নে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ কামাল উদ্দিন, আল বারাকাসহ পৌর নেতৃবৃন্দ।
Leave a Reply