রবিবার (২১ ফেব্রুয়ারী’২১) সকাল ৭ টায় আইএবি কার্যালয়ের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ (শিপন সিকদার) এর সঞ্চালনায় মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার শুরা সদস্য মুহাম্মাদ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সদর মাওলানা মানছুর আলম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, অপসংস্কৃতির মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ হয়। প্রকৃত ভাবে শহিদদের স্মরণ করতে হলে কুরআন খতম ও দোয়ার মাধ্যমেই স্মরণ করতে হবে। তিনি আরো বলেন, ভাষা আন্দোলনে ছাত্র সমাজ যে অবদান রেখেছিলো সে ধারায় ছাত্র সমাজকেই আগামিতে দেশ রক্ষায় অবদান রাখতে হবে।
Leave a Reply