আইএবি নিউজ : উত্তরাঞ্চলের বন্যার পানি কিছুটা কমলেও বন্যার্ত মানুষের কষ্ট দিনদিন বাড়ছেই। সরকারী ও বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। দেশের অন্যতম রাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই এ বিষয়ে তৎপর ছিল। ধারাবহিক ত্রাণ বিতরনের এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে বন্যা উপদ্রুত এলাকায় সফরে যাচ্ছে কেন্দ্রীয় টীম।
টীমের নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল শরিফুল ইসলাম, এমদাদুল্লাহ ফাহাদ, মোস্তাকিম বিল্লাহ প্রমুখ।
আজ জামালপুর জেলায় ত্রাণ বিতরণের মাধ্যমে টীমের সফর শুরু হয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ বিভিন্ন বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে, ইনশাআল্লাহ।
Leave a Reply