কালকিনি থেকে ইকবাল হোসেনঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আগাম প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ (রবিবার) বিকেলে উপজেলা ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী নির্ধারণ করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। প্রার্থী হিসেবে পুনরায় অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনকেই মনোনীত করা হয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনকে নির্বাচন মনে করলে চলবে না। এটিকে জিহাদ মনে করে কাজ করতে হবে। মনে রাখতে হবে ইসলামী আন্দোলন একটি কাফেলা। যারা দুনিয়া চায় তাদের এই কাফেলায় আসার দরকার নাই । যারা জান্নাতে যেতে চায় তারা ইসলামী আন্দোলনে আসবে।
কালকিনি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ক্বারী মুহাম্মাদ রুহুল আমীনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক এস.এম আজিজুল হক ও কালকিনি পৌর ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক মাওলানা মোস্তফা কামাল।
সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ তামিম হুসাইন।
Leave a Reply