বিএম মাহদী হাসান, নরসিংদী (জেলা) সংবাদদাতাঃ গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার আওতাধীন মাধবদী উপজেলার উদ্যোগে সকল শাখার দায়িত্বশীলদের নিয়ে ২দিন ব্যাপী কর্মী প্রত্যাশী কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম (আবু তালেব) এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বি. এম মাহদী আল হাসান এর দিক নির্দেশনা ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল নোমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রিয় শূরা সদস্য, ছাত্রনেতা শেখ এহতেশাম বিল্লাহ আজীজি। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি ছাত্রনেতা এইচ এম জয়নুল আবেদীন ভূইয়া ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মাহদী হাসান।
কর্মশালায় আরো গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহঃ সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রাকিবুল হাসান, ছাত্র ও যুব বিষঃ সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন, ইশা ছাত্র আন্দোলন মাধবদী থানা শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম রনি সহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply