স্টাফ রিপোর্টার : ২১ মে’১৭ রোজ রবিবার সকাল ১১টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে পাঠ্যসূচিতে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতিফলনের দাবীতে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক বরাবর দুটি পৃথক স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সদ্য সাবেক সভাপতি এইচএম সানাউল্লাহ্, কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল জেলা সভাপতি কেএম শরীয়াতুল্লাহ, মগানগর সহ-সভাপতি আবু বকর, জেলা সহ-সভাপতি: নূরুল করীম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক: ইবরাহীম হুসাইন, আশরাফুল ইসলাম, আরমান হুসাইন রিয়াদ, আতিকুর রহমান, মাঈনুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মানসুর রহমান মাহবুব প্রমূখ।
Leave a Reply