আইএবি নিউজ : ইসলামী শ্রমিক আন্দোলনের অঙ্গসংগঠন ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন-এর সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন এক বিবৃতিতে মায়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এভাবে মুসলমানদের হত্যাযজ্ঞ চালিয়ে মায়ানমার সরকার অং সান সুচি মানবাধিকার লঙ্ঘন করেছে। এই হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশ সরকারসহ ওআইসি, আরবলীগ ও জাতিসংঘ কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অত্যাচারিত হয়ে যারা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে এসেছে মানবিক কারণে তাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে বাঁচতে দিতে হবে। প্রতিবেশী রাষ্ট্রে যুগ যুগ ধরে চলে আসা এই মুসলিম গণহত্যা বন্ধে অন্যতম বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায় এড়াতে পারে না।
Leave a Reply