আইএবি নিউজ: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
সোমবার দুপুরের দিকে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল বের করলে পুলিশি বাধার শিকার হয় তারা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণমিছিলটি রাজধানীর শান্তিনগর মোড়ে পৌঁছলে তাদের সামনে যেতে বাধা দেয়া হয়।
পরে সেখানে রাখা ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, সরকারের এ রকম বাধা কতদিন চলবে? জোয়ার এলে কোনোভাবেই তা ঠেকানো যাবে না।
পরে তিনি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
মিছিল থেকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুগান্তর
Leave a Reply