মালয়েশিয়া প্রতিনিধি : গতকাল শনিবার (১৪ অক্টোবর) বাদ মাগরীব থেকে রাত ১২টা পর্যন্ত ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার আওতাধীন কুয়ানতান (পাহাং) শহর শাখার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মুহা. তারা মিয়ার সভাপতিত্বে দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রদান করেন ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সংগ্রামী আহবায়ক মুফতী আমীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামী সদস্যসচিব মাওলানা আব্দুল করীম, সাবেক ছাত্রনেতা ও মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির মেধাবী ছাত্র মাওলানা মনজুর ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুয়ানতান শহর শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ বাদশা মিয়া, সহ-সভাপতি মোঃ মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোঃ ইউসুফ, মোঃ আলাউদ্দিন, মোঃ আল আমিন, আঃ রহমান, মোঃ হানিফসহ সদস্য ও প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।
Leave a Reply