নাজিম হাওলাদার, খুলনা প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা দক্ষিণ এর উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি কেএম আব্বাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী নায়েবে আমীর অধ্যাক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল (পীর সাহেব খুলনা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি শেখ মুহাঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাসান ওবায়দুল করিম, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, যুব আন্দোলনের নগর সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিয়া।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন জেলা উত্তর এর সভাপতি ছাত্রনেতা শেখ মুহাঃ আমিরুল ইসলাম, জেলা দক্ষিণের সহ-সভাপতি মুহাঃ ঈসহাক ফরিদী, আব্দুস সালাম জায়েফ, মোঃ ইয়ামিন মোল্লা, কাজী মোঃ আল আমিন, মোঃ মঈনুল ইসলাম, এস এম শাহিন হোসেন, নূরে আলম সিদ্দীকি, শফিকুর রহমান, মামুন অর রশিদ, আল আমিন, আনিকুজ্জামান, আবু রায়হান, তরিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply