খুলনা প্রতিনিধি : আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পাওয়ার হাউজ মোড় চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে মিয়ানমারে আরাকান রাজ্যে সামরিক জান্তা ও সীমান্তরক্ষী বাহিনীর অবিরাম গুলি বর্ষণে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক ভাবে নির্যাতন, হত্যা ও তাদের ঘর-বাড়ি পুড়িয়ে হাজার বছরের বেশি সময় ধরে বসবাসকারী মুসলমানদের আরাকান ছাড়তে বাধ্য করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নগর সভাপতি ও কেসিসি মেয়র প্রার্থী মাওঃ মুজ্জাম্মিল হক এর সভাপতিত্বে এবং নগর ভারপ্রাপ্ত সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী শেখ হাসান ওবায়দুল করীম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মিয়ানমারের মুসলমান নারী-পুরুষ ও শিশুদের উপর অং সান সূচির সামরিক জান্তাদের জুলুম নির্যাতন, হত্যা, ধর্ষণ ইতিহাসের সকল জুলুম নির্যাতনকে হার মানিয়েছে। এমন বর্বরতা বিশ্ববাসী কখনো দেখেনী। মুসলমানদের রক্তে রঞ্জিত অংসান সুচির নোবেল পুরস্কার বাতিল করতে হবে। জাতি সংঘ মুসলমান ও ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন সময় দুঃস্কৃত করে মুসলমানদের সাথে তামাশা করতে, মুসলমানরা হত্যা, জুলুম, নির্যাতনের শিকার হলে জাতিসংঘ হাত পা গুটিয়ে মুখে কুলুপ এটে বসে থাকে। কাজেই এই জাতিসংঘ দিয়ে মুসলমানদের কোন স্বার্থ রক্ষা হবেনা। প্রয়োজন মুসলিম রাষ্ট্রগুলো সমন্বয়ে পৃথক মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে।
নেতৃবৃন্দ বলেন রোহিঙ্গাদের স্থায়ী সমস্যা সমাধানের এবং রেহিঙ্গাদের সকল নাগরিক সুবিধা প্রতিষ্ঠার জন্য জাতি সংঘের নেতৃত্বে শান্তি রক্ষীবাহিনী প্রেরণ করতে হবে। রোহিঙ্গা অঞ্চলে অশান্তি সৃষ্টিকারী ঘাতক সুচির আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। রোহিঙ্গাদের বিভিন্ন আশ্রয় শিবিরে ঘুরে ঘূরে দেখেছি তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। তাদের উপর মিয়ানমার সরকারের জুলুম নির্যাতনের কথা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণ এবং তাদের ঘর বাড়ি জালিয়ে দেয়ার ঘটনার পর সারা বিশ্বের বিবেকবান মানুষ তার প্রতিবাদ করলেও মিয়ানমার সরকার তাকে কর্ণপাত করছে না। সৌদী আরব, মিশরসহ মুসলিম বিশ্বকে এহেন র্বরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মাও: মোজাফ্ফার হোসাইন, জেলা সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, মো: গোলাম মোস্তফা সজিব মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, আবু গালিব, আবুল কালাম আজাদ, মো: তরিকুল ইসলাম কাবির, মাওঃ হারুন অর রশিদ, মো: আব্দুর রশিদ, আলহাজ্ব শহিদুল ইসলাম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, মো: জসিম উদ্দিন, হাফেজ মুস্তাফিজুর রহমান, মো: রবিউল ইসলাম তুষার, মাও: আব্বাস আমিন, মাওঃ আব্দুস সাত্তার হালদার, ডা: কে এম আল-আমিন এহসান, জি এম নওশের আলী, মুফতি আব্দুর রহমান, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব আবু তাহের, মুফতি রবিউল ইসলাম রাফে, এ্যাড: মো: কামাল হোসাইন, মোঃ মনিরুল ইসলাম, মাসুম বিল্লাহ, ডা. শহিদুল ইসলাম, মোঃ সাজু, মাওঃ মুজিবুর রহমান, মো: হযরত আলী, গাজী মিজানুর রহমান, যুবনেতা মুহা. ইসমাইল হোসেন, মাওঃ নাসির উদ্দিন, শ্রমিক নেতা মুহা. জাহিদুল ইসলাম, ছাত্র নেতা শেখ মুহা. আমিরুল ইসলাম, কে.এম আব্বাস আলী, এম.এ হাসিব গোলদার, ইসহাক ফরিদী, আব্দুল্লাহ নোমান, আব্দুস সালাম জায়েফ প্রমুখ।
Leave a Reply