মুনতাসির আহমেদ, দিনাজপুর (জেলা) সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, মুসলিম বিরোধী শক্তিরা ইসলামকে বিশ্ব থেকে মুছে দেয়ার আয়োজন প্রায় চূড়ান্ত করেছে। এজন্য তারা ন্যাশনালিজম ও পার্টির মাধ্যমে সারা বিশ্বকে ডিভাইড করে শাসন কর্তৃত্ব পরিচালনা করছে। সময় এসেছে জাতীয়তাবাদ ও দল বিলীন করে ইসলামের স্বার্থের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার। নতুবা আরাকানের ঘটনার পুনরাবৃত্তি বাংলায় হওয়াও অসম্ভব নয়।
গতকাল ২৬শে সেপ্টেম্বর’১৭ইং রোজ মঙ্গলবার দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির আলোচনায় উপর্যুক্ত আহ্বান জানান।
মুফতী ফয়জুল করীম গতকাল বিকালে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় বন্যার ক্ষতিগ্রস্থদের জন্য বাড়ী নির্মাণ কাজ উদ্বোধন করেন। সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখারর কার্যালয় দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন।
আজ ২৭ সেপ্টেম্বর বাদ ফজর তিনি দিনাজপুর জামিয়া আরাবিয়া নিউটাউন মাদরাসায় ইসলাহী বয়ান ও হালকায়ে জিকির বয়ান পেশ করেন।
Leave a Reply