স্টাফ রিপোর্টার : মুসলমান সবসময়ে শান্তি প্রিয় তাই অশান্তিমূলক কোন কাজে তারা বিশ্বাসী নয়। কিন্তু ঈমান-আমল ধ্বংসমূলক কোন কাজ হলে মুসলমান তা সহ্য করবে না। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ হতে মূর্তি অপসারণ করায় সরকারকে ধন্যবাদ জানাই। সাথে সাথে মূর্তি প্রেমিদের বলতে চাই, মূর্তির প্রতি এত ভালবাসা থাকলে তা বাড়িতে নিয়ে বসাও কোন আপত্তি নাই। কিন্তু ৯০ ভাগ মুসলমানের দেশে এ মূর্তি নিয়ে বাড়াবাড়ি মুসলমান সহ্য করবে না। ভাল না লাগলে এ দেশ ছেড়ে চলে যাও, মুসলমানের এ ভুমিতে বাম-রামদের জায়গা হবে না।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তর শাখা কর্তৃক আায়োজিত মূর্তি ইস্যুতে বামপন্থিদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ২৭ মে (শনিবার) এক বিক্ষোভ মিছিলে এ কথা বলেন নেতা কর্মিরা।
কে.এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মু. খালেদ সাইফুল্লাহর পরিচালনায় সকাল ১০টায় টাউন হল হতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠুত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তরের সাবেক সভাপতি মু. এনাম বিন ইব্রাহিম, বর্তমান সহ-সভাপতি মু. আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মু. সোহাইবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মু. কাউসার হোসাইন, অর্থ সম্পাদক মু. রাকিবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. রাশেদুল ইসলাম, দফতর সম্পাদক মু. সফিকুর ইসলাম সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply