গাইবান্ধা : আজ ১৭ রমজান, ১৩ জুন (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপনের প্রতিবাদে ও অপসারণের দাবিতে ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলা শাখা প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে।
জেলা সভাপতি মাওলানা এসমাইল হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি স্বাধীনতা প্রাঙ্গণ হয়ে জেলা প্রশাসকের বাস ভবন রোর্ড ও পৌর পার্ক, সড়ক ঘুরে শহরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সামাবেশে নেতাকর্মীরা সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনি কার শক্তির কাছে হার মেনে ৯২% মুসলমানদের অনুভূতিতে আঘাত করে আবারও মুর্তি পুনঃস্থাপন করেছেন। গুটি কয়েক নাস্তিক, বামদের প্ররোচনায় আপনি এমনটি করে জনগনের সাথে গাদ্দারী করছেন। ঐতিহাসিক বদরের দিনে পীর সাহেব চরমোনাই এর আহ্বানে সারাদেশে বিক্ষোভ মিছিলে হচ্ছে। দ্রুত মুর্তি অপসারণ করুন, অন্যথায় জনগন আপনাদের বয়কট করবে। রমজানের মধ্যে মুর্তি অপসারণ না হলে রমজানের পর সুপ্রিম কোর্ট ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। সকল নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচীতে অংশ গ্রহণ করার আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন আইএবি জেলা সভাপতি মাওলানা এসমাইল হোসাইন, সেক্রেটারী মাওলানা আঃ মাজেদ, শ্রমীক আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ আল আমিন শেখ, যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোঃ ওলীউল্লাহ সহ জেলা নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার সহ-সেক্রেটারী মাওলানা আল আমিন সহ জেলা ও থানার নেতাকর্মীরা।
Leave a Reply