স্টাফ রিপোর্টার : শুক্রবার (২ জুন) বাদ জুমআ নরসিংদী পৌর চত্বরে ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা এর উদ্যোগে শাখা সভাপতি এইচ এম জয়নুল আবেদিন এর সভাপতিত্বে মূর্তি পুন:স্থাপনের প্রতিবাদ ও জাতীয় প্রেসক্লাব চত্বরে ইশা ছাত্র আন্দোলন-এর অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি,জননেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল বারি সাহেব (দাঃ বাঃ)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার পবিত্র মাহে রমজানে রোজাদার মুসলমানদের আবারো আন্দোলনে নামাতে চায়। আমাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অপসারিত মূর্তি পুন:স্থাপন করে সরকার গণবিচ্ছিন্ন, স্বাধীনতা ও শান্তিবিরোধী কতিপয় কুলাঙ্গারকে খুশি করতে চায়। সরকার প্রথম রোজায় ইসলামী জনতাকে গ্রেফতার করে রোজার মাসকে অপমানিত করছে, আমরা সরকারকে ধিক্কার জানাই।
সভাপতি তার বক্তব্যে বলেন, বাম-সেক্যুলার ও নাস্তিকদের চাপে সরকার ঈমানদার জনতার সাথে প্রহসনের খেলায় মেতে উঠেছে। অবিলম্বে গ্রিব দেবী থেমিসের মূর্তি অপসারণ করতে হবে, অন্যথায় ছাত্রসমাজ দূর্বার গনআন্দোলন গড়ে তুলে মূর্তি অপসারণণে বাধ্য করবে।
শাখা সাধারণ-সম্পাদক শেখ মুহাঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবনেতা মুফতি আরিফুল ইসলাম,অটো মটর ইজি বাইক শ্রমিক আন্দোলন নরসিংদী জেলার সভাপতি হাফেজ ওমর ফারুখ, ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি গাজি সৈয়দ মুহাঃ হেমায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, অর্থ সম্পাদক মুহাঃ আশরাফুল ইসলাম,
দফতর সম্পাদক বি. এম. মাহদী আল হাসান, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাঃ রফিকুল ইসলাম,
ছাত্র কল্যাণ সম্পাদক কাজী মোস্তফা কামাল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাঃ শেখ সাদী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান।
Leave a Reply