আলমগীর ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী আলহাজ্ব জান্নাতুল ইসলাম তার প্রতীক হাতপাখার পক্ষে হালিশহর থানায় ব্যাপক গণসংযোগ করেছেন।
বুধবার (২১ জানুয়ারী’২১) বেলা ২টায় নগরীর বড়পোল থেকে এ প্রচারণা শুরু হয়।
এ সময় বড়পোল মোড়ে পথসভায় মেয়রপ্রার্থী জান্নাতুল ইসলাম বলেন, মেয়র নির্বাচিত হলে অগ্রাধীকার ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনের বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ নেব। এবং দূষণমুক্ত সিটি গড়তে পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নেব।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল কাসেম মাতব্বর, সেক্রেটারি আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, পোলিং এজেন্ট সমন্বয়ক আবু সুফিয়ান ইসলামী আন্দোলন হালিশহর থানার নেতৃবৃন্দ।
Leave a Reply