নাফিউল ইসলাম, যশোর (জেলা) সংবাদদাতা : গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৫টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন,যশোর জেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি খাইরুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিউল ইসলামের পরিচালনায় জেলা অফিস প্রাঙ্গণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন- এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে র্যালী শহরের গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করে মনিহারে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক মাওঃ আশিক বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার সেক্রেটারি মোঃ রুহুল আমিন সাদী।
বক্তাগণ তাদের বক্তব্যে গত ২৬ বছরে ইশা ছাত্র আন্দোলনের সাফল্য ও অবদান সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে জেলা, থানা, প্রতিষ্ঠান ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply