রংপুর থেকে ইউনুছ আলী : পীর সাহেব চরমোনাই’র আহবানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার আওতাধীন গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল (সোমবার) গংগাচড়া উপজেলা মর্নেয়া ইউনিয়নের আলেমার বাজার এলাকায় বিকাল ৪টায় অন্তত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন গংগাচড়া উপজেলা শাখার সভাপতি ও গংগাচড়া-১ আসনে আসন্ন সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোকতার হোসেন জিহাদী।
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ তাহের আলী, সেক্রেটারী মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক মোঃ জাহিদ হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ইসলামী যুব আন্দোলন আহবায়ক মোঃ রোকন উদ্দিন, যুগ্ম আহবায়ক হাফেজ মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মোকতার হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তরা আজ পানি বন্দি অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছে। বাড়ি-ঘর ও সহায় সম্পদ হারা অসহায় মানুষগুলোর খোজ নিতে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করতে স্থানীয় কোন রাজনৈতিক নেতাদেরকে দেখা যায় না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ ক্ষমতায় থাকলে মানুষেরা না খেয়ে সহায় সম্বলহীন হয়ে থাকতো না। পানিবন্দী অসহায় ও দুর্বিষহ জীবনযাপন করতো না। তাই আসুন ইসলামী আন্দোলনের হাতকে সামনের দিনে শক্তিশালী করি। আসন্ন নির্বাচনে আল্লাহভীরু সত ব্যক্তিকে মনোনীত করি৷
Leave a Reply